সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

219
হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:-  ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোহার মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার সকাল হতে  পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিদ্যালয় হল রুমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থাপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও উদ্যোগে অনুষ্ঠিত  অনুষ্ঠানগুলোতে বিদ্যালয়ের সকল শিক্ষক/ শিক্ষিকা,শিক্ষার্থী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। শেষে বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক ফরহাদ হোসেনের সঞ্চালনায় দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।