শিবগঞ্জে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

382

রবিউল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :-  বগুড়ার শিবগঞ্জে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এর ৫০তম দিবস নানা আয়োজনের মধ্যে পালন করা হয়েছে।

সকালে উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের যৌথ আয়োজন বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনক এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু সহ দলীয় নেতৃবৃন্দ।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ অনু-বিভাগের অতিরিক্ত সচিব ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প পরিচালক কাজী আশরাফ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবীর প্রমুখ। পরে বিকালে থানা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধু স্কয়ারে আলোচনা সভা, কেক কর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শরিফুল ইসলাম জিন্নাহ্। এ সময় বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজার রহমান মোস্তা, মুক্তিযোদ্ধা আব্দুল বারী, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডল প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সহকারি কমিশনার ভূমি মৌলী মন্ডল। এ ছাড়াও শিবগঞ্জ পৌরসভার আয়োজনে সকালে ঐতিহাসিক ৭ই মার্চের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক এবং কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।