সাদুল্লাপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

275

জালাল উদ্দীন, সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:-  গাইবান্ধা সাদুল্লাপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ ইনেস্কোর মেমোরি অব-দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তিকরণ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে গাইবান্ধার সাদুল্লাপুর  থানার উদ্যোগে ৭ই মার্চ  (রবিবার) গোধুলী লগ্নে  থানা চত্বরে  আনন্দ  উদযাপন করে।

সাদুল্লাপুর  থানা অফিসার ইনচার্জ মাসুদ রানার  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার  রাহাত, আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক আঃ জলিল, জিল্লুর খন্দকার, মুক্তিযোদ্ধা রশিদ আজমী,জেলা যুবলীগের আইন সহ-বিষয়ক সম্পাদক ও এমপির সাদুল্লাপুর প্রতিনিধি এ্যাডঃ আনায়রুল আজীম প্রমুখ।

এই আনন্দ উদযাপন অনুষ্ঠানে  শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,চিকিৎসকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দু অংশ নেন। সাস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন  শিল্পীরা গান পরিবেশন করেছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।