সাংবাদিক আবুল হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

392
মাসুম বিল্লাহ, বরগুনা জেলা প্রতিনিধি:-  বরগুনার তালতলীতে সাংবাদিক আবুল হাসানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
একই সঙ্গে মামলাটি প্রত্যাহারের দাবিসহ সুষ্ঠ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলাসহ মিথ্যা রিপোর্ট কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা।
শনিবার বিকেল ৫.৩০ মিনিটের সময়ে নারী-পুরুষ সম্মলিত হয়ে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন। এ সময় সেকান্দার মুসল্লী এবং তার ছেলে রাসেল (৩৫) এসে বাধা বিঘ্নের সৃষ্টি করে।  তাদের এই উচ্ছ্রিংখলতায় এলাকার মানুষের মনে ক্ষোভের দেখা দিয়েছে। উপজেলার ২নং ছোটবগী ইউনিয়নের ১নং ওয়ার্ড পিকএ বাজারে এমন ঘটনা ঘটে।
উক্ত মানববন্ধনে বক্তারা জানায়, গত (১৯/১/২১) মঙ্গলবার এ বাজারে মারামারি কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আমরা এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় মৃত্যু আঃ খালেক হাওলাদারের ছেলে জামাল জানায়, তালতলী থানার তদন্ত ওসি ফরিদুল ইসলাম তিনি শুধু এই মামলারই মিথ্যা রিপোর্ট দিয়েছে এমন নয়। সে আমার মামলা থেকে সুবিধা ভোগ করে সেটিরও মিথ্যা রিপোর্ট দিয়েছে বর্তমানে মামলাটির তদন্তভার সি.আই.ডির উপর এসেছে।
উল্লেখ্য গত,(১৯/১/২১) মঙ্গলবার স্থানীয় প্রভাবশালী রাসেল মুসল্লী (৩৫) আলি হোসেনের জমি জবরদখল করতে আসলে স্থানীয়দের হস্তক্ষেপে ব্যার্থ হয়ে সালিস বৈঠকের কথা অব্যাহত থাকে। কিন্তু পরবর্তীতে রাসেল (৩৫) সাংবাদিক আবুল হাসানসহ ৭ জনকে আসামী করে আমতলী জুডিশিয়াল মেজিসট্রেট আদালতে মামলা দায়ের করেন। যার তদন্তের ভার তালতলী থানা বরাবর আসে।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।