শস্যচিত্রে বঙ্গবন্ধুর ছবি গিনেস বুক-এ স্থান করে নিবে

316
গিনেজ বুক- এ স্থান পাওয়ার মধ্য দিয়ে নতুন পরিচিতি পাবে বাংলাদেশ। ছবি- প্রত্যাশা ডেস্ক

    গিনেজ বুক- এ স্থান পাওয়ার মধ্য দিয়ে

নতুন পরিচিতি পাবে বাংলাদেশ- ম. রাজ্জাক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনধি:-  শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় বাস্তবায়ন পরিষদ সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক বলেছেন, বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ফসলের মাঠে উপস্থাপিত ‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু’ গিনেস বুক-এ স্থান করে নিবে। আর এর মধ্য দিয়ে বিশ্বের বুকে নতুন করে পরিচিতি পাবে বঙ্গবন্ধুর বাংলাদেশ।

শুধু তাই নয়, পৃথিবীর সর্ববৃহৎ এই শস্যচিত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীকে স্মরণীয় ও বরনীয় করে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বৃহস্পতিবার দুপুরে বগুড়া পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা গুলো বলেন।

উল্লেখ্য, আগামী ১৩ মার্চ শেরপুরের বালেন্দা গ্রামে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা সফল করার লক্ষ্যে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি আমজাদ হোসেন মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সদস্য মেহেদী হাসান রবিন।

অপরদিকে ১৩ মার্চের আলোচনা সভা সফল করতে বিকেলে বগুড়ার শাজাহানপুরে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি একেএম জিয়াউল হক জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরুজ্জামানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ম. রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাজেদুর রহমান সাহিন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী সরকার, কেন্দ্রিয় সদস্য মেহেদী হাসান রবিন। অন্যান্যের মধ্যে অংশ নেন সজল শেখ, ওহাবুজ্জামান নাইম, ইনসান আলী, প্রদীপ কুমার মোদক, ইব্রাহিম, লাল, মিজান, ওয়ারেসুল, আব্দুল মতিন মেম্বার প্রমুখ।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।