বদলগাছীতে কোভিড- ১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি

314

ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-  নওগাঁর বদলগাছীতে কোভিড- ১৯  প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি এবং সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে ।

নওগাঁ জেলা পুলিশ আয়োজিত কর্মসূচি বাস্তবায়নে রবিবার সকাল ১০ টায় বদলগাছী থানা কতৃক একটি র‍্যালি অনুষ্ঠিত হয় । র‍্যলিটি বদলগাছী থানা চত্বর থেকে বের হয়ে চার মাথার মোড়ে এসে শেষ হয় ।
কোভিড – ১৯ জন সচেতনতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ – ৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার,
এ-সময় র‍্যালিতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আততার উদ্দিন,  বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ,
র‍্যলিতে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, এবং বদলগাছী থানার সকল কর্মকর্তা – কর্মচারীসহ অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।