বগুড়ায় কোভিট-১৯ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক র‍্যালী ও মাস্ক বিতরন

334
রিপোর্টার বগুড়াঃ-   ২১মার্চ সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয় থেকে  র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় যেয়ে শেষ হয়।
পরে সেখানে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) মহোদয় মাস্কবিহীন ব্যক্তিদের মাস্ক পরিয়ে দিয়ে বলেন, হঠাৎ করে দেশে করােনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। যেহেতু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, সবার সচেতনতার অভাবের কারণেই সংক্রমণ বাড়ছে তাই আইজিপির নির্দেশে সবাইকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিতেই এই কর্মসূচি ।
এ ছাড়াও কর্মসূচিতে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও বিতরণ করা হয়। পুলিশ সুপার ছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মােতাহার হােসেন (বিশেষ শাখা) ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ফয়সাল মাহমুদ (সদর সার্কেল), সদর থানার ওসি হুমায়ুন কবির ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র ওসি আব্দুর রাজ্জাকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
উক্ত র‍্যালী শেষে জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার, উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের করোনা কালে মেলা চলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন যে, স্বাস্থ্যবিধি মেনেই মেলা চলছে বলে তিনি খবর নিয়েছেন।
করোনাকালে কোচিং চলার ব্যাপারে আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন যে, কিছুদিন পূর্বে করোনাভাইরাস এর প্রকোপ কমে গিয়েছিলো তখন কোচিং সেন্টারগুলো বাচ্চাদের লেখাপড়ার কথা চিন্তা করে চালু হয়েছিল। কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে এখন এগুলো খুলে রাখা যাবেনা। তিনি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।