বগুড়ার উন্নয়নে বাজেট  চাই –  আসাদুর রহমান দুলু

294

শাহরিয়ার রিয়াদ, সদর উপজেলা প্রতিনিধি :-  বগুড়া কৃষি এলাকা। সে কারণে বগুড়ায় কৃষি যন্ত্রাংশ তৈরীতে অসংখ্য কলকারখানা গড়ে উঠছে। এই কলকারাখানাগুলো যতটায় উৎপাদনমুখি হবে ততটায় দেশের অভ্যান্তরীন অর্থনৈতিক গতি বাড়বে। কিন্তু কোন কারণে যন্ত্রাংশ তৈরীতে সংকট সৃষ্টি হয় বাধা প্রাপ্ত হয় তাহলে বগুড়ার কৃষিখাতেও বাধা হবে।

এ কারণে আসছে বাজটে বগুড়ার কৃষি, কৃষক, কৃষি যন্ত্রাংশ তৈরীতে বাজেটে বরাদ্দ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে ধরে রেখে আরো এগিয়ে যেতে বগুড়ার নদীপথ-রাস্তাঘাটের উন্নয়ন করে বিমানবন্দর চালু করতে হবে। উন্নয়নমুলক বাজেট চাই।

বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু জানান, বগুড়া ব্যবসা বাণিজ্যের অন্যতম স্থান। এখানে রয়েছে প্রচুর সংখ্যক উদ্যোক্তা। সম্প্রতিকালে অনেক উচ্চ শিক্ষিতরাও ব্যবসায় বাণিজ্যে এগিয়ে আসছেন। তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তরুণ উদ্যোক্তারা সুযোগ পেলে ব্যবসায় এগিয়ে যাবে। দেশে করোনা ভাইরাসের প্রকোপ আছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সফল। এই সফলতার হাত ধরে আসছে বাজেটে সফলতা দেখাতে হবে। বাজেটে নাগরিক হিসেবে বগুড়ার উন্নয়নে বাজেট চাই।
তিনি আরো বলেন, এই জেলার কিছু সমস্যা দির্ঘদিনের। বিমানবন্দর চালু করা, জেলার করতোয়া নদীকে ড্রেজিং করে দুই পাড় সংস্কারের মাধ্যমে যানজট এড়াতে সড়ক নির্মাণ করা। শহরের মানুষের চলাচলের ক্ষেত্রে যানজটের ভোগান্তি কমাতে ওভার ব্রীজ নির্মাণ করা। উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুল নির্মাণ। উচ্চ শিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা। কৃষি এলাকা হওয়ার কারণে কৃষিকে আরো আধুনিকায়ন করে ফলন বৃদ্ধি করা। যদিও সরকার এসব নিয়ে ভাবছে। কৃষির উন্নয়নমুলক কর্ম ইতিমধ্যে মাঠে এসেছে। তারপরও পুরো কৃষি ও কৃষকের উন্নয়নে আরো কিছু কর্মসূচি হাতে নেওয়া। যেন কৃষির ফলন বৃদ্ধি পায়। এই জন্য বাজেটে বরাদ্দ প্রয়োজন।
বগুড়ার উন্নয়নে এই বিষয়গুলো বড় ভূমিকা রাখবে। বাজেটে নাগরিক সুবিধা বাড়িয়ে নগর উন্নয়ন, কৃষি, শিক্ষা, সাংস্কৃতিক এর জন্য বরাদ্দ থাকতে হবে। বাজেটে এদেশের মানুষের স্বপ্ন লুকিয়ে থাকে। সেই স্বপ্নকে বাস্তবায়নে সরকার যেমন কাজ করে যাচ্ছেন তেমনি নাগরিকদের পরামর্শও গ্রহণযোগ্য। যে কোন বাজেটে ব্যবসায়িদের সুযোগ থাকে। তেমনি প্রতিটি নাগরিকের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। বেকারত্ব, দারিদ্রতা যেন হ্রাস পায় সেটি বাজেটে থাকতে হবে। উন্নয়ন বান্ধব সরকারের কাছে আমাদের চাওয়া বাজেট উন্নয়নমুলক বাজেট। যেখানে প্রতিটি বিভাগ উন্নয়নের আওতায় আসবে। যদিও করোনাকালের এই বাজেটে কি থাকছে তা একটি বড় প্রশ্ন হয়ে আছে। শুধুমাত্র করোনার কারনে স্বাস্থ্য বিভাগেই সব উন্নয়ন যেন না হয়। মৌলিক অধিকারের অন্যান্য বিষয়গুলোও বাজেটে থাকবে বলে বিশ্বাস করি।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।