উদ্ধার হওয়া শিবলিঙ্গের গৌরী পাথর পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর

860
ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-   নওগাঁর ধামইরহাটে র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া শিব লিঙ্গের গৌরি পাথর পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর।
পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান মোঃ ফজলুল করিম আরজু জানান, ২৬ মে (বুধবার) বিকাল ৪ টায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা পাহাড়পুর আমার নিকট হস্তান্তর করেন ।
র‍্যাব সূত্রে জানা গেছে, ২৬ মে (বুধবার) সকাল ১০ টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের ধন মোহাম্মদের খলিয়ানে প্রাচীর নির্মানের জন্য খলিয়ান ভিত খুড়তে গেলে শ্রমিকরা পাথরটি দেখতে পান। খবরটি জানতে পেরে র‍্যাব-৫, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ ওমর আলীথর নেতৃত্বে মুল্যবান ওই পাথরটি র‍্যাবের আভিযানিক টিম উদ্ধার করে।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।