তুলশীগঙ্গা নদী খননে মূর্তি উদ্ধার 

706
এস এম মিলন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- জয়পুরহাটের পাঁচবিবি পাথর ঘাটায় তুলশীগঙ্গা নদী খনন করার সময় একটি কষ্টি পাথরের কালো মূর্তি পাওয়া গেছে ৪ ফিট উচ্চতার প্রায় ১১৪ কেজি ওজনের মূর্তিটি কষ্টিপাথরের তৈরী এমন ধারনা স্থানীয় বাসিন্দাদের।
বৃহস্পতিবার এক্সকেভেটর (ভেকু) দিয়ে নদী খননের সময় মাটির সঙ্গে মূর্তিটি উঠে আসে।
এ বিষয়ে দৈনিক প্রত্যাশা প্রতিদিন কে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, পাথরঘাটা তুলশীগঙ্গা নদী খনন কাজের সময় নদীর তলদেশ থেকে একটি মূর্তি পাওয়া গেছে স্থানীদের মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করি।
নির্বাহী অফিসার আরো বলেন, মূর্তিটি মহা মূল্যবান ও দুর্লভ কষ্টি পাথরের তৈরী কি না বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত বলা যাবে। জেলা প্রশাসকের নির্দেশে পাঁচবিবি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম এম আশিক রেজার মাধ্যমে পর জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় মুর্তিটি জমা দেওয়া হয়।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।