বগুড়ায় র‌্যাবের অভিযানে ১শ ৬৪ বোতল ফেনসিডিলসহ ১জন গ্রেফতার

129

নিজস্ব প্রতিবেদক,

বগুড়া কাহালু উপজেলার জয়তুল দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬৪ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-১২ বগুড়া।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১২ টায় র‌্যাব সদরদপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মেরিল সরকার (২৮) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার চেঁচড়া গ্রামের মহির উদ্দিন সরকারের ছেলে।
এসময় তার কাছ থেকে ১৬৪ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল, ১টি মোবাইল, ২টি সীমকার্ড, নগদ ৩শ ২০ টাকা ও ১টি ১৫০ সিসি হাঙ্ক মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

একপ্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিপিএসসি বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।
তিনি জানিয়েছেন,আসামী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে বিশেষক্ষমতা আইন ও মাদকসহ জুয়া আইনে আরও ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার কাহালু থানায় সোপর্দ করা হয়েছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।