বগুড়ায় দ্বিতীয় দিনে বাছাইয়ে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

67

নিজস্ব প্রতিবেদক,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মনোনয়ন যাচাইয়ের দ্বিতীয় দিনে ৩টি আসনে ৪১ জনের মধ্যে বাদ পড়েছেন ১৬ জন প্রার্থী। বাতিলদের মধ্যে বগুড়া-৭ আসনেই আছেন ১২ জন। যাদের ১১ জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। আর ১জন জাতীয় পার্টি জেপি।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কার্যালয়ে এই মনোনয়ন যাচাইবাছাই করা হয়েছে। এদিন বগুড়া- ৫, ৬, ও ৭ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বাছাইয়ের দ্বিতীয় দিনে ৩টি আসনে ঋণ খেলাফি ও ভোটারদের স্বাক্ষর জাল হওয়ার কারণে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত দুই দিনে ৮৯ টি মনোনয়নের মধ্যে একাধিক কারণে জাসদসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।