জয়পুরহাটে ইউপি সদস্যসহ ৯ জুয়াড়িকে আটক

281

এস এম মিলন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের উত্তরহাট শহর গ্রামের জামাল সরদারের বসত বাড়ীর দক্ষিণ ভিটা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ইউপি সদস্য মুকুল হোসেনসহ ৯জন জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানা এস আই শাহাদত হোসেন এর নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার উত্তরহাট শহর গ্রামের জামাল সরদারের বসত বাড়ীর দক্ষিণ ভিটা নামক স্থানে জুয়া খেলার সময় বড়তারা ইউপি সদস্য মুকুল হোসেনসহ ৯জন জুয়াড়িকে নগদ ১১,১৬০ টাকা ও আলামতসহ গ্রেফতার করেছে। আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো ১ জনের নাম স্বীকার করেন সে পলাতক রয়েছে। সে বড়তারা গ্রামের রাজ্জাকের ছেলে রায়হান আলী (৩৫)।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ হাটশহর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বর্তমান বড়তারা ইউপি সদস্য মুকুল হোসেন(৩০), আসাদ শেখের ছেলে রবিউল ইসলাম(২৬), হাফিজার সরদারের ছেলে রবিউল ইসলাম(৩০), মাসকর আলী সরদারের ছেলে বুলবুল(৩৫),তৈয়বর শাহ্র ছেলে মাহফুজ(৪৫),বড়তারা কুটিপাড়া গ্রামের কছিমদ্দীনের ছেলে মুকুল ইসলাম(৩৫),বড়তারা পূর্বপাড়ার বদিউজ্জামান এর ছেলে মফিজুল ইসলাম (২৮), আমানি পাড়া’র সিরাজুল ইসলামের ছেলে মিলন মন্ডল(৩০), বড়তারা পশ্চিম পাড়া’র আব্দুল ওহাব প্রামানিকের ছেলে আব্দুল হাকিম প্রামানিক(৫০)।

এ বিষয়ে বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন এর মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জরুরী কাজে ব্যস্ত আছি পরে কথা হবে বলে ফোনটি কেটে দেয়। এবিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার স্থল থেকে বড়তারা ইউপি সদস্যসহ ৯জন জুয়াড়িকে নগদ টাকা, জুয়া খেলার কিছু আলামতসহ আটক করে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।