কবি কামরুন নাহার কুহেলী’র জন্মোৎসব পালন

406
কবি কামরুন নাহার কুহেলী’র জন্মোৎসব পালন
কবি কামরুন নাহার কুহেলী’র জন্মোৎসব পালন

বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলীর দুই দিনব্যাপী জন্মোৎসব শেষ হয়েছে গত শনিবার। বগুড়া লেখক চক্রের আয়োজনে জন্মোৎসবের দ্বিতীয় দিনে শহরের ঠনঠনিয়া উত্তরা ইনস্টিটিউট (ইউটিআই) মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। জন্মোৎসবে প্রধান অতিথি ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বিশেষ অতিথি ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, সংশপ্তক থিয়েটার সভাপতি আবদুল্লাহেল কাফী তারা ওসাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন এবং থিয়েডার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা।

সংগঠনের আসর পরিচালক এস এম আনিছুর রহমান সঞ্চালনায় শুভেচ্ছাবক্তব্য রাখেন কবি সাংবাদিক মামুন রশীদ, সাংবাদিক মাজেদুর রহমান, ছড়াকার আমিরখসরু সেলিম, জয় যুগান্তের ফটো সাংবাদিক মামুনুর রশিদ, রোড থিয়েটারের নাট্যকর্মি শুভ্র সরকার ও তাইফুর রহমান তালাশ, কবি হিরুণ্য হারুন, কবি সাফওয়ানআমিন প্রমুখ। জন্মদিন উপলক্ষে কবি কামরুন নাহার কুহেলী স্বরচিত একাধিক কবিতাপাঠ করেন। কবিকে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক এবং ফুলেল শুভেচ্ছা জানানোহয়। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবংউপহার প্রদান করা হয়। কবির কেক কাটা এবং মিষ্টি খাওয়ার মাধ্যমে শেষ হয় দুইদিন ব্যাপী জন্মোৎসব। এর আগে জন্মোৎসবের প্রথম দিন শুক্রবার সিরাজগজ্ঞ উপজেলার তাড়াশ উপজেলায় দিনব্যাপী কবিতা ভ্রমণে ঐতিহাসিক স্থান পরিদর্শনে যান বগুড়া লেখক চক্রেরকবি সাহিত্যিকরা।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।