” তুমি আমি ” কবি- আব্দুল হান্নান

433

তুমি-আমি

তুমি!
কত দিন পর দেখা?
হৃদয়ের বাঁকা বাঁকা কথা আর
বাঁকা বাঁকা নয়ন রাখা।
মনে নেই?
তের থেকে পার ষোলতে
প্রথম তারণ্যর দোলাতে
অলি!ঠক ঠক জানালাতে
কে? অলি!ও তাই বল-আমি ভাবলাম!
আলতা মাখা নগ্ন পায়ে
মৃদু চাপে ধীরে ধীরে আঙিনাতে
চাঁদটা তখন আড়াল ছিল
তারাগুলো মুখ ফেরালো
জোনাকিদের আনাগোনা
অন্ধকারে চোখটি কানা।

গলির পাশে ঘরের মেলা
তার পাশেতেই জানাশোনা
লতার মতন জড়ান জড়া
হোঁচট খেয়ে মজা ডোবায়
ফিসফিসিয়ে হাসলো সবাই
সেই ভয়েতে আমায় তাড়ায়।

মনে পড়ে তোমার?
পাঠশালা পালিয়ে গিয়েছিলাম
আমতলা আর জামতলাতে।
ঘাড়ের পাশে হাতটি রাখা
আর মৃদু মন্দ কথা বলা-
নালিশ!ফিজিক্যাল স্যার হাত-পা কাপা
নির্জন কক্ষ আচ্ছা করে স্যারের বকা খাওয়া।
তুমি না কি!
এইতো সেদিনের কথা
বাড়ীর পাশের খর পালাটার করুণ পরিণতি
আর আপন দেহের গংগানিতে জল পড়েছে আঁখির।

কি আর বলবো তোমায়?
পুকুর পাড়ে লম্বা গাছে
ডজন ডজন প্লাস লেখা
আর মৃদু মৃদু নষ্টা হাসি
ঝলঝলিয়ে হাসছে আঁখি
বুকটা তখন হাওয়ায় ভাসে
ফুলের গন্ধ চারিপাশে
অলি এসে বসলো তাতে
কি মনে পড়েছে?
কেমন করে পড়বে মনে
আসছে যাচ্ছে হাওয়ায় গুনি
চোখটি মেলে দেখছি আমি
বিবেক সাহেব এইতো আমি।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।