
বগুড়ার সারিয়াকান্দিতে আখ বোঝাই ভ্যান উল্টে চালক আব্দুল হাকিম (৩২) নিহত হয়েছেন। তিনি ধুনট উপজেলার ঝিনােই গ্রামের মোফাজ্জল সরকারের ছেলে।
জানাগেছে, আজ (০১ এপ্রিল) দুপুরে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর নামক স্থানে আখ বোঝাই ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক আব্দুল হাকিম গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।