
আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশন (ইফসু) এর মহাসচিব, তুরষ্কের খিরশেহির আহি এভরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর, বগুড়ার কৃতি সন্তান ড. মোস্তফা ফয়সাল পারভেজ আগামীকাল শনিবার বগুড়ায় আসছেন।
তিনি শনিবার দিনব্যাপী বগুড়া শহর ও শাজাহানপুরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিবেন।
তুরষ্কের সাবেক প্রধানমন্ত্রী ড. নেজমেত্তিন এরবাকান, মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মধ্যপ্রাচ্যের ইখওয়ানের নেতাদের নেতৃত্বে ইফসু ১৯৬৯ সালে পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্র ও যুব সংগঠনের আন্তর্জাতিক প্লাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে ইফসুর ৭২ টি দেশে ১৫৫ সংগঠন নিয়ে কাজ করছে। ইফসু ১৯৭৭ সালে জাতিসংঘের ইকোসোক সদস্য হিসেবে মর্যাদা পায়।
ড. ফয়সাল পারভেজ দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ইফসুর ১৩তম মহাসচিব হিসেবে দ্বায়ীত্ব পালন করছে।