২ কার্তিক, ১৪৩২

১৮ অক্টোবর, ২০২৫

দিনাজপুরে দুই শিবিরকর্মী হত্যা : আ'লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জনকে জেল হাজতে প্রেরণ

রেজাউল ইসলাম রিজু,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
দিনাজপুরে দুই শিবিরকর্মী হত্যা : আ'লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জনকে জেল হাজতে প্রেরণ

 

 

বীরগঞ্জে দুই শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের  সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম (৫০) ও ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকসহ (৬৫) ৫ আওয়ামীলীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 

রোববার (১২ অক্টোবর ২০২৫) দুপুর আড়াইটায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম আলীর আদালতে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মী আত্মসমর্পণ করে তাদের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।বিচারক তাদের জামিন শুনানি করে তাদেরকে জেল হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন। 

আটক ৫ আওয়ামী লীগ নেতাকর্মী হলেন-বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম (৫০), ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক (৬৫), উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা (৫২), মোঃ আমিনুল ইসলাম (৫৫) ও মোঃ রেজাউল করিম শেখ (৪৮)।

পরে বিকেল সাড়ে ৫টায় তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, গত বছর ২৯ সেপ্টেম্বর জেলার বীরগঞ্জ  উপজেলার ভোগীরপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় দিনাজপুর নির্বাচনী আসন-১ (বীরগঞ্জ কাহারোল) তৎকালীন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালসহ ২৭ জন আসামীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৯৯/১০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগ করা হয়, গত ২০১৪ সালে ৫ জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন দুপুরে ওই উপজেলার ভেলাপুকুর নামক স্থানে বাদী জহুরা বেগমের পুত্র সালাউদ্দিন (১৬) ও তার বন্ধু আসাদুল হককে (১৫) আসামী মনোরঞ্জনশীল গোপালের হুকুমে এজাহার নামীয় আসামীরা আটক করে। এরপর আসামীরা এজাহারকারীর পুত্র সালাউদ্দিন ও আসাদুলকে শিবির শিবির বলে চিৎকার করে তাদেরকে বেদম প্রহার করে। এক পর্যায়ে ওই দুজনকে মৃত্যু নিশ্চিত মনে করে রাস্তায় ফেলে রেখে আসামীরা চলে যায়।ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আসাদুল ও সালাউদ্দিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় সালাউদ্দিন মারা যায় এবং পরদিন ৬ জনুয়ারী আসাদুলের মৃত্যু হয়।
এই দুজনের মৃত্যু ঘটনায় সে সময় দিনাজপুর কোতয়ালী থানা পৃথক দু'টি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছিল।

গত ২০১৪ সালের ৬ জানুয়ারী নিহত দুজন, আসাদুল ও সালাউদ্দিনের ময়নাতদন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ তাদের পরিবারের নিকট হস্তন্তর করা হয়েছিল।
এই দুজন শিবির কর্মীকে হত্যা ঘটনায় তৎকালীন সময়ে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ কোন মামলা গ্রহণ করেনি।
দীর্ঘ কয়েক বছর পর দেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এজাহারকারী নিজে বাদী হয়ে গতবছরের ২৯ সেপ্টেম্বর আসামীদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। 

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর জানান, মামলাটি তদন্তধীন রয়েছে।মামলার এজাহার নামীয় আসামীরা মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছে।বেশ কয়েকজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।