২ কার্তিক, ১৪৩২

১৮ অক্টোবর, ২০২৫

বিকেল ৩টায় পৌরপার্কে বিক্ষোভ সমাবেশ

বুধবার বগুড়ায় আসছেন সারজিস আলম

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন
বুধবার বগুড়ায় আসছেন সারজিস আলম

আওয়ামীলীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে আগামীকাল বুধবার বগুড়ায় আসছেন হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক এনসিপি’র মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এনসিপি’র যুগ্ম-মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী জানান, আগামীকাল বগুড়ায় আওয়ামীলীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচার দাবীতে বড়ধরনের শোডাউন করবে এনসিপি। বিকেল ৩টায় পৌরপার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মি ও সাধারন মানুষ এনসিপি’র বিক্ষোভ সমাবেশে যোগ দিবে বলে তিনি আশা করছেন।

সারজিস আলমের বগুড়ার সমাবেশে যোগদানের বিষয়ে তিনি জানান, আজ সন্ধ্যায় সারজিস আলম বগুড়ার সমাবেশে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তার আগমনের খবরে ইতোমধ্যেই নেতাকর্মিদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আওয়ামীলীগ নিষিদ্ধের এই বিক্ষোভ সমাবেশ সফল করতে তিনি বগুড়াবাসীর সহযোগিতা কামনা করেন।

এদিকে, সারজিস আলম তার নিজের ফেরিফাইড ফেসবুক পেইজে আগামীকাল বগুড়ায় আগমনের বিষয়টি পোষ্ট করেছেন। 

এনসিপি বগুড়ার সংগঠক আব্দুল্লাহিত তাকি জানান, বুধবারের বিক্ষোভ সমাবেশ সফল করতে নেতাকর্মিরা রাতদিন পরিশ্রম করছেন। সারজিস আলমের আগমনের খবর সবার মাঝে নতুন করে চাঞ্চল্য ফিরে এসেছে।