২ কার্তিক, ১৪৩২

১৮ অক্টোবর, ২০২৫

বগুড়ায় দুর্গাপূজার দশমীতে অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন
বগুড়ায় দুর্গাপূজার দশমীতে অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যু

বগুড়ায় দুর্গাপূজার দশমীতে অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মানিক ও কাফি নামের দুইজনের মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার মিজানুর রহমান মণ্ডল ও গতকাল বৃহস্পতিবার নাছিদুল ইসলাম মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের মিজানুর রহমান লিটন (৫০), নাছিদুল ইসলাম (২৭),  আব্দুল মানিক (২৫) ও কাফি (৩০)। একই হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জু মিয়া (২৮)।

পুলিশ জানায়, গত ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা নামের স্থানে কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। পরে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বাড়িতেই চিকিৎসা নেন তারা। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান মণ্ডল মারা যান। এরপর গতকাল রাতে মারা যান নাছিদুল ইসলাম। আজ দুপুরে আব্দুল মানিক ও কাফি মারা যান। এখনো একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।