
জুলাই সনদের আইনী ভিত্তি এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবী আদালয়ের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা বৃহস্পতিবার বিকেলে স্থানীয় টিএমএসএস অডিটোরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করে।
বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সদস্য ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। সভা পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।
আলোচনায় অংশ নেন জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, মাস্টার নজরুল ইসলাম, ডা: লিয়াকত আলী, অধ্যাপক আব্দুল ওয়াহাব, সাংবাদিক এফ শাহজাহান প্রমূখ।
বক্তারা একটি জবাবদিহি ও অংশগ্রহনমূলক জাতীয় সংসদ গড়ার লক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর এবং সকলের জন্য লেভেল প্লেয়ি ফিল্ড তৈরি করার জন্য সরকারের প্রতি জোরালো দাবী জানান। মতবিনিময় সভায় বিভিন্ন শ্যেনি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।