২ কার্তিক, ১৪৩২

১৮ অক্টোবর, ২০২৫

বগুড়ায় শ্রমিক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো শ্রমিকরা!

স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৩, ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
বগুড়ায় শ্রমিক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো শ্রমিকরা!

 

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে কার্যকারী সভাপতি প্রার্থী আনোয়ার হোসেনকে আটকের সময় পুলিশের কাছ 
ছিনিয়ে নিয়েছে শ্রমিকেরা ৷ শনিবার বিকেলে নির্বাচনের প্রার্থীতা যাচাই-বাছাই শেষে চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল 
এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে জুলাই-আগস্ট অভ্যুত্থানে মামালার আসামি ও নির্বাচনে আরেক প্রার্থী জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। 

জানাযায়, শনিবার বিকেলে প্রার্থীতা যাচাই-বাছাই শেষে শ্রমিক নেতা আনোয়ারকে চারমাথা বাস টার্মিনালের মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী অফিস থেকে আটক করে পুলিশ। তাকে পুলিশের পিকআপ ভ্যানে উঠানোর সময় মোটর শ্রমিকরা চারপাশ থেকে পুলিশ সদস্যদের ঘিরে নেয়। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের কাছ থেকে আনোয়ারকে ছিনিয়ে নিয়ে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে নিয়ে যায়। সেখানে একটি অটোভ্যানে করে আনোয়ারকে নিয়ে সটকে পড়েন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, আনোয়ারের বিরুদ্ধে কোন মামলা না থাকলেও কয়েকজন শিক্ষার্থীর পরিচয়দানকারীর চাপে তাকে আটক করে পুলিশ। ঘটনার পর বগুড়ার চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান।

মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনার আইনজীবী আব্দুল বাছেদ জানান, পুলিশ আনোয়ারের বিরুদ্ধে কোন গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে পারেনি। কেন তাকে আটকের চেষ্টা করেছে আমার জানা নেই৷ 

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনউদ্দিন বলেন, মামলা আছে এমন অভিযোগে আনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছিলো। তার বিরুদ্ধে ২০২১ সালে একটি বিস্ফোরক মামলা আছে। তবে, সেই মামলায় তিনি জামিনে আছেন। তাকে গ্রেপ্তার চেষ্টার বিষয়টি সঠিক নয়। আমরা নিশ্চিত হওয়ার জন্য তাকে হেফাজতে নিচ্ছিলাম।
 বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেন তিনি।