২ কার্তিক, ১৪৩২

১৮ অক্টোবর, ২০২৫

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে যৌন নিপীড়নকারী আটক

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১০, ২০২৫, ৩:২০ অপরাহ্ন
বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে যৌন নিপীড়নকারী আটক


শিশুকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে আকালু মোল্লা (৬২) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। 


আজ সকালে সারিয়াকান্দি উপজেলার আকালুর বোনের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গত ৮ জুন বিকেলে সারিয়াকান্দি উপজেলার একটি মসজিদের ভিতরে ৮ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করে আকালু মোল্লা (৬২)। শিশুটি চিৎকার শুরু করলে আশেপাশে থাকা কয়েকজন পথচারী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আকালু পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব একাধিক অভিযান পরিচালনা করে। কিন্তু দুর্বৃত্তকে আটক করতে পারেনি। পরবর্তীতে আজ (মঙ্গলবার) সকালে সারিয়াকান্দি সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর নেতৃত্বে একটি টহল দল, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে অভিযুক্তকে তার বোনের বাড়ি থেকে (নিজ বাড়ি থেকে প্রায় ৪ কিমি দূরে) আটক করতে সক্ষম হয়।

এলাকাবাসী সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে অত্যন্ত সন্তুষ্ট ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা যৌথবাহিনীর এমন অভিযানকে স্বাগত জানান।