
তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের বৃহস্পতিবার এর খেলায় শহীদ ইয়ামিন একাদশ ৬৭ রানে শহীদ মীৱ মুগ্ধ একাদশকে পরাজিত করেছে।
শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইয়ামিন একাদশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে জিম ৫৫ , রনি ৪৪ এবং আকাশ ৩৮ রান করেন। শহীদ মীর মুগ্ধ একাদশের বোলার ইয়াকুব, মিজান ও নাফি প্রত্যেকে দুইটি করে উইকেট লাভ করে।
জবাবে শহীদ মীৱ মুগ্ধ একাদশ ৩৬ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে ।দলের পক্ষে ইলমান ৮১ রান করেন। ইয়ামিন একাদশের বোলার রনি ও ইয়াসিন দুইটি করে উইকেট লাভ করে ।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শহীদ ইয়ামিন একাদশের রনি।
তার হাতে পুরস্কার তুলে দেন স্পোর্টস মিশনের এমডি ও ক্রীড়া ধারাভাষ্যকার ডাক্তার অনুপম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ রতন কুমার সরকার, টুর্নামেন্ট কমিটির আহবায়ক খালেদ মাহমুদ রুবেল, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল , ক্রিকেট প্রশিক্ষক রিফাত হাসান ,রাশেদ হাসান প্রমুখ । খেলায় আম্পায়ার ছিলেন মিথুন ও রিয়াদ।
শুক্রবারের খেলা শহীদ আবু সাঈদ একাদশ বনাম শহীদ ওয়াসিম একাদশ।