২ কার্তিক, ১৪৩২

১৮ অক্টোবর, ২০২৫

ঘোড়াঘাটে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন
ঘোড়াঘাটে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট  উপজেলা শাখার উদ্যোগে ৩ এপ্রিল (বৃহষ্পতিবার) সকাল ১০ টায় উপজেলা জামায়াতের  হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা আমীর মোফাখখায়ের  ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের  সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত ও জেলা কর্মপরিষদ সদস্য সাবেক ঘোড়াঘাট উপজেলা ভাইস  চেয়ারম্যান আলমগীর হোসেন।  

উপজেলা সেক্রেটারি ইমরান হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের ঘোড়াঘাট উপজেলা সভাপতি রাশেদুল ইসলাম, সাবেক শিবিরের সুলতান কবির, শহিদুল ইসলাম, মাসুদুর রহমান, আব্দুল মালেক, সোলায়মান আজাদ  প্রমুখ। 

আলোচনা সভায় প্রধান অতিথি রমজানের সিয়ামের শিক্ষা তাক্বওয়া ভিত্তিতে  ইসলামী সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে অনুরোধ জানান।