
বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। রবিবার সকাল সাতটার দিকে শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ঢোলি খাতুন(৬০)। তিনি ওই এলাকার আলিমুদ্দীনের স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোখলেছুর রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, রবিবার সকাল সাতটার দিকে তিনি রাস্তা পার হওয়ার সময় ঢাকা-মুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।