২ কার্তিক, ১৪৩২

১৮ অক্টোবর, ২০২৫

বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার: প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৬:০১ অপরাহ্ন
বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন


তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচী ২০২৫-২৬ এর আওতায় বগুড়া জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

বুধবার দুপুরে জেলা সুইমিংপুলে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইন, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সহকারি সম্পাদক শামীম আহম্মেদ প্রমূখ।

প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।